পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনা ‘দুর্ঘটনা’ বলে টুইট করে সমালোচনার মুখে পড়েন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ৷ পুলওয়ামা জঙ্গি হানা নিয়ে সেই একই শব্দ ব্যবহার করে বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য৷
পুলওয়ামার জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ বলায় দিগ্বিজয় সিংহকে রীতিমত তুলোধনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিজেপি নেতারা। কেশবপ্রসাদ মৌর্যের বক্তব্যটি ভিডিও করা হয় গত ২১ ফেব্রুয়ারি।
UP Dy CM KP Maurya in Rohtak:Suraksha mein chuuk nahi hai,ye ek barhi durghatna hamare CRPF ke jawano ke sath gati thi.Iss sambandh mein PM ji ne bathaya hai ki sarkar ki oar se sena ko puri choot di gai hai, jo karwayi karna hai,jab karwayi karna hai vo sena karegi. (21.02.2019) pic.twitter.com/SrLkmee3ck
— ANI (@ANI) March 6, 2019
সেখানে তিনি বলছেন, “ওখানে নিরাপত্তার কোনও গাফিলতি ছিল না এবং ওটা আদতে একটি ‘বড় দুর্ঘটনা’, যা প্রাণ কেড়ে নেয় আমাদের সিআরপিএফ জওয়ানদের। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, আমাদের দেশের সেনাবাহিনীকে নিজেদের পরিকল্পনামতোই এগোনোর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবার যা যা করার, করবে সেনাই। প্রধানমন্ত্রীকে আর বেশি কিছু বলতে হবে না৷” হিন্দিতে বলা তাঁর এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই প্রবল বিতর্ক শুরু হয়ে যায়। মঙ্গলবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংহের একটি টুইটকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক৷ পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনাটিকে দুর্ঘটনা বলে টুইট করেন তিনি।