মোদিই পাকিস্তানের পোস্টার বয়: রাহুল

নয়াদিল্লি: বিজেপি বিরোধী মহাজোটকে একাধিকবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় পর্যন্ত বলেছেন প্রধানমন্ত্রী৷ আর এবার মোদির কথা মোদিকেই ফিরিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তিনি বললেন, ‘‘আমরা নই মোদিই পাকিস্তানের পোস্টার বয়৷ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণের পর প্রধানমন্ত্রী আইএসআইকে এ দেশে এসে তদন্ত

26b9f43ba03cf605c5da670ade19e828

মোদিই পাকিস্তানের পোস্টার বয়: রাহুল

নয়াদিল্লি: বিজেপি বিরোধী মহাজোটকে একাধিকবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় পর্যন্ত বলেছেন প্রধানমন্ত্রী৷ আর এবার মোদির কথা মোদিকেই ফিরিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

তিনি বললেন, ‘‘আমরা নই মোদিই পাকিস্তানের পোস্টার বয়৷ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণের পর প্রধানমন্ত্রী আইএসআইকে এ দেশে এসে তদন্ত করার অনুমতি দেন। শুধু তাই নয়, মোদি নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই বোঝাই যাচ্ছে আমরা নই প্রধানমন্ত্রী নিজে পাকিস্তানের পোস্টার বয়৷’’

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় বায়ুসেনা৷ কেন্দ্রীয় সরকার দাবি করে, ওই স্ট্রাইকে বহু জঙ্গির মৃত্যু হয়েছে৷ বিরোধীদের দাবি স্ট্রাইক যে হয়েছে তার প্রমাণ দিক ভারত৷ এমন কথা উঠছে তার কারণ পাকিস্তান দাবি করেছে তেমন কোনও ঘটনা ঘটেনি। এটাকে হাতিয়ার করেই মোদী একাধিক বার দাবি করেছেন বিরোধীরা পাকিস্তানের সুরে সুর মেলাচ্ছেন। বিরোধীদের বক্তব্যে লাভ হচ্ছে পাকিস্তানের। এই বক্তব্যকেই আজ খারিজ করে দিলেন রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *