পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন রাহুল, কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন৷ রাহুলকে কটাক্ষ করে বায়ুসেনা অভিযান নিয়ে প্রশ্ন তোলায় লজ্জিত হওয়া উচিত বলে ফের মন্তব্য করেলন বিজেপি সভাপতি অমিত শাহ৷ অমিত শাহও বালাকোটে বায়ুসেনার অভিযানের প্রমাণ দাবি করায় কংগ্রেস সভাপতির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এজন্য আসন্ন লোকসভা ভোটে মানুষ তাঁকে উপযুক্ত জবাব দেবে বলেও মধ্যপ্রদেশের সাগরের কাছে বামোরায় বিজেপির

পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন রাহুল, কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন৷ রাহুলকে কটাক্ষ করে বায়ুসেনা অভিযান নিয়ে প্রশ্ন তোলায় লজ্জিত হওয়া উচিত বলে ফের মন্তব্য করেলন বিজেপি সভাপতি অমিত শাহ৷

অমিত শাহও বালাকোটে বায়ুসেনার অভিযানের প্রমাণ দাবি করায় কংগ্রেস সভাপতির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এজন্য আসন্ন লোকসভা ভোটে মানুষ তাঁকে উপযুক্ত জবাব দেবে বলেও মধ্যপ্রদেশের সাগরের কাছে বামোরায় বিজেপির বুথকর্মীদের সভায় জানান তিনি। বিজেপি সভাপতি বলেন, বায়ুসেনার শীর্ষকর্তাই পরিষ্কার বলেছেন, বায়ুসেনা নিশানা করা সন্ত্রাসের ঘাঁটিতে আঘাত করেছে। কিন্তু তারপরও বিমানহানার প্রমাণ চেয়ে ভারতের হাজার হাজার শহিদের অপমান করছেন উনি। প্রধানমন্ত্রীর কাজ, অক্লান্ত মানসিকতার উল্লেখ করেও তাঁর প্রশংসা করেন অমিত। বলেন, এতদিন মাত্র দুটো দেশের কথা লোকে বলত, যারা নিজেদের বাহিনীর ওপর হামলার বদলা নিত। এই তালিকায় ভারতের নামও ঢুকবে, তা মোদিজি নিশ্চিত করেছেন। গত ২৫ বছরে মোদি একবারও ছুটি নেননি, আর রাহুল গাঁধী ঘনঘন বিদেশ ছুটি কাটাতে যান বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =