ভারত-পাক উত্তেজনায় শিকেয় উঠেছে কাশ্মীরের রুজিরুটি

শ্রীনগর: মন ভালো নেই আশিক আহমেদের। শ্রীনগরের এই বাসিন্দা পেশায় শিকারা চালক। ডাল লেকের বুকে নিজের শিকারায় পর্যটকদের ঘুরিয়ে দিন গুজরান হত আশিকের। কিন্তু সাম্প্রতিক হিংসার কারণে কাশ্মীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। খালি শিকারা নিয়ে রুজিরুটির জোগাড় করতেই নাকাল হতে হচ্ছে তাঁকে। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে শিকারাতেই সব্জি বিক্রি করা শুরু করেছেন তিনি।

ভারত-পাক উত্তেজনায় শিকেয় উঠেছে কাশ্মীরের রুজিরুটি

শ্রীনগর: মন ভালো নেই আশিক আহমেদের। শ্রীনগরের এই বাসিন্দা পেশায় শিকারা চালক। ডাল লেকের বুকে নিজের শিকারায় পর্যটকদের ঘুরিয়ে দিন গুজরান হত আশিকের। কিন্তু সাম্প্রতিক হিংসার কারণে কাশ্মীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা।

খালি শিকারা নিয়ে রুজিরুটির জোগাড় করতেই নাকাল হতে হচ্ছে তাঁকে। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে শিকারাতেই সব্জি বিক্রি করা শুরু করেছেন তিনি। আশিক একা নন, প্রায় একই ধরনের অবস্থা কাশ্মীরের অধিকাংশ শিকারা চালক, ব্যবসায়ীদের। কেউ কেউ আশিকের মতো সব্জি-ফলমূল বিক্রি করে দিন গুজরান করার চেষ্টা করছেন। কিন্তু বিক্রি করলেই তো হল না। কেনার লোকও চাই। প্রতিদিনের সেনা-জঙ্গি সংঘর্ষ, আঘাত-প্রত্যাঘাতে রক্তাক্ত হয়ে চলেছে কাশ্মীর। এই পরিস্থিতিতে ভূস্বর্গমুখো হওয়ার সাহস দেখাচ্ছেন না পর্যটকরা। তাই ফল বা সব্জি বিক্রেতারা পসরা সাজিয়ে বসলেও বিক্রিবাটা হচ্ছে নামেমাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =