জম্মু: বিজেপি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক ছড়াল। তিনি বলেন, পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যদি নিষিদ্ধ জামাত-ই-ইসলামি সংগঠনকে সমর্থন করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা উচিত।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। আর তারপর থেকেই সেই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। গুপ্তা বলেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্যান্য দেশ মাদ্রাসাকে নিষিদ্ধ করে দিয়েছে। কারণ সেখানে বেআইনি কাজকর্ম হয়। একইভাবে কাশ্মীরে যদি সন্ত্রাস সৃষ্টিতে তারা মদত দেয়, তাহলে এখানেও মাদ্রাসাগুলি বন্ধ করা প্রয়োজন। আর মেহবুবাজি যদি জামাত-ই-ইসলামিকে সমর্থন করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা উচিত।’