রাজস্থান: ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ৪৪ জন পাকিস্তানি অভিবাসীর ভারতীয় নাগরিকত্ব অনুমোদন করা হল। এক বিশেষ শিবিরের আওতায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে তাঁরা রাজস্থানে বসবাস করছিলেন।
রাজস্থান সরকারের তরফে তাঁদের ভারতীয় নাগরিকত্ব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব স্বরূপ একথা জানিয়েছেন। তিনি বলেন, এই অভিবাসীরা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছেন। তাঁদের মধ্যে উদয়পুরের ১৫, পালির ১১, জালোরের ৬ এবং বারমেরের ১২ জনের ভারতীয় নাগরিকত্ব অনুমোদন করা হয়। যথার্থ নথিপত্র না থাকার কারণে নাগরিকত্ব অনুমোদনের বিষয়টি দীর্ঘদিন ধরেই অমীমাংসিত ছিল।