চেন্নাই: পুজোর জন্য ১১ মার্চ খুলছে সবরীমালা মন্দিরের দরজা। এবার ভক্তদের জন্য নতুন সোনায় মোড়া দরজা থাকবে। পুরনো দরজাটিতে চিড় ধরায় এবার নতুন দরজা তৈরি করা হয়েছে।
সেগুন কাঠের উপর প্রথমে তামা দিয়ে মোড়ানো হয়েছে দরজাটি। তারপর সেই তামার উপর চার কেজি সোনার প্রলেপ দেওয়া হয়েছে। দরজাটিতে এমনভাবে সোনা মোড়া হয়েছে, যাতে কোনও চিড় ধরলে ওই পাত খোলা যায়।