Didi Number One
কলকাতা: সম্প্রতি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নং ওয়ান-এ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সরকারি সভায় মুখ্যমন্ত্রীকে ‘দিদি নম্বর ওয়ান’ বলে সম্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। যদিও মুখ্যমন্ত্রী সেই বিশেষণ শুনতে নারাজ৷ দিদির পাশে কোনও নম্বর বসাতে রাজি নন তিনি৷
এদিন স্কুলের ছাত্রছাত্রী দের উদ্দেশে ইন্দ্রনীল বলেন, ‘‘তোমরা ওই দিন দিদি নম্বর ওয়ান দেখেছ?’’ তার পরেই মমতার দিকে তাকিয়ে বলেন, ‘‘এই যে আমাদের দিদি নম্বর ওয়ান।’’ সঙ্গে সঙ্গে ইন্দ্রনীলের ভুল শুধরে মমতা বলেন, ‘‘আমি দিদি নম্বর ওয়ান না। যে ওই অনুষ্ঠান সঞ্চালনা করে, সেই (রচনা) দিদি নম্বর ওয়ান।’’
তাঁর আরও সংযোজন, ‘‘আমি ছোট-বড়, ছেলে-মেয়ে সকলের দিদি। আমি বিশ্বের দিদি, আমি দেশের দিদি, আমি রাজ্যের দিদি, আমি ঘরে ঘরে সবাইকার দিদি। আমাকে ও সব বলবে না।’