দু’বার নয়, গত ৫ বছরে কতবার হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক? ফাঁস করলেন রাজনাথ

নয়াদিল্লি: মোদির জমনায় পাঁচ বছরে দু’বার নয়, তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। উড়ি হামলা ও পুলওয়ামায় জঙ্গি হানার পর দু’বার যে স্ট্রাইক হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল৷ এবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, দু’বার নয়, তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে৷ তবে তৃতীয়টি নিয়ে আর কোনও তথ্যই দেননি রাজনাথ৷ তাঁর কথায়, ‘‘পাঁচ বছরে আমরা তিনবার ভারতের সীমানা পার

fdba9d334454a3643dbc68e715ba9190

দু’বার নয়, গত ৫ বছরে কতবার হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক? ফাঁস করলেন রাজনাথ

নয়াদিল্লি: মোদির জমনায় পাঁচ বছরে দু’বার নয়, তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। উড়ি হামলা ও পুলওয়ামায় জঙ্গি হানার  পর দু’বার যে স্ট্রাইক হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল৷ এবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, দু’বার নয়, তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে৷ তবে তৃতীয়টি নিয়ে আর কোনও তথ্যই দেননি রাজনাথ৷

তাঁর কথায়, ‘‘পাঁচ বছরে আমরা তিনবার ভারতের সীমানা পার করে স্ট্রাইক করেছি। তিন বারই আমরা সফল হয়েছি। প্রথমবার উড়িতে আমাদের সেনা জওয়ানদের বদলা নিয়েছিলাম আর শেষবার স্ট্রাইক হয় পুলওয়ামার হামলার পর৷ তিন নম্বরটি সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না৷’’ মেঙ্গালুরুর সভা থেকে এভাবেই স্ট্রাই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মোদী মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য। তিনটি স্ট্রাইকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভারত এখন আর দুর্বল দেশ নয়৷

গত মাসের ১৪ তারিখ কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানায় শহিদ হন সিআরপিএফের ৪০ জনের বেশি জওয়ান। এই ঘটনার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে আকাশ পথে ঢুকে আঘাত হানে ভারতীয় বায়ুসেনা। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে আঘাত হানা হয়৷ পরদিন ভারতের হামলা করে পাকিস্তান৷ সেই স্ট্রাইক রুখতে গিয়ে পাকিস্তানের হাতে বন্দি হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পরে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তাঁকে ছেড়ে দেয় ইসলামাবাদ। আর তাতেই দু’দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা কমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *