নয়াদিল্লি: সমস্ত জল্পনা উড়িয়ে আজ বিকাল ৫টায় ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ দিল্লিতে ডাকা হয়েছে সাংবাদিক বৈঠক৷ ওই বৈঠক থেকেই ভোটের দিনক্ষণ প্রকাশ করা হতে পারে৷ মনে করা হচ্ছে, ৭-৮ দফায় নির্বাচন পর্ব ঘোষণার সম্ভাবনা রয়েছে। লোকসভার সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওডিশা এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও ঘোষণা হতে পারে।
গতবার ৪ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন৷ গত ২০১৪-র নির্বাচন মোট ৯ দফায় নেওয়া হয়৷ কিন্তু, এবার নির্ঘণ্ট প্রকাশে কিছু বিলম্ব হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লোকসভার ভোট করাতে পুরোপুরি প্রস্তুতি তারা৷ আজ, সেই ঘোষণাই করতে চলেছে কমিশন৷
Election Commission of India to hold a press conference at 5pm today. pic.twitter.com/M8hrrpQBr4
— ANI (@ANI) March 10, 2019
২০১৪ সালের লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে ৬১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে এসেছিল প্রায় ৭০০ কোম্পানি। এবার সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দু’দিন ধরে রাজ্যে নানা বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ জানান, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। টহলদারিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে এও জানা গিয়েছিল, মার্চ মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন এলাকায় টহলদারির জন্য রাজ্যে কমপক্ষে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের পরিস্থিতি বদলে যায়। সিআরপিএফের উপর জঙ্গিহানার ঘটনার পর গোটা ফোর্সের নজর এখন অশান্ত কাশ্মীরে৷ ফলে, এই পরিস্থিতি বাহিনী কতটা মোতায়েন করা যাবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে৷