এই প্রথম বাংলা ভোটে নজিরবিহীন ঘোষণা নির্বাচন কমিশনের

কলকাতা: এই প্রথম সাত দফায় লোকসভার ভোটগ্রহণ হতে চলছে পশিমবঙ্গে৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় রাজ্যের দু’টি আসনে ভোটহগ্রহণ হবে৷ ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি, ২৩ এপ্রিল তৃতীয় দফায় পাঁচটি আসনে, ২৯

63c828c55c2491832b763640a1facf3c

এই প্রথম বাংলা ভোটে নজিরবিহীন ঘোষণা নির্বাচন কমিশনের

কলকাতা: এই প্রথম সাত দফায় লোকসভার ভোটগ্রহণ হতে চলছে পশিমবঙ্গে৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় রাজ্যের দু’টি আসনে ভোটহগ্রহণ হবে৷ ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি, ২৩ এপ্রিল তৃতীয় দফায় পাঁচটি আসনে, ২৯ এপ্রিল চতুর্থ দফায় আটটি আসনে ও ৬ মে পঞ্চম দফায় সাতটি আসনে, ১২ মে ষষ্ঠ দফায় আটটি আসনে, এবং ১৯ মে সপ্তম শেষ দফায় নয়টি আসনে ভোট নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ স্বাধীনতা-উত্তর সময়ে যা নজিরবিহীন৷ সাত দফায় ভোটের দিন ঘোষণা হতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *