আমেদাবাদ: ভারত-পাকিস্তান সংঘাতে নতুন মাত্রা পেয়েছে ‘সেনা শাড়ি’-র বিক্রি। গোটা দেশে এখন সমরাস্ত্র, যুদ্ধবিমান, পাকিস্তান থেকে উদ্ধার হওয়া পাইলট অভিনন্দন ভর্তমান ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা শাড়ি বাজারে নামানো হচ্ছে!
জানা গিয়েছে, ব্যবসায়ী যেখানে ৫০০ টি এমন বিশেষ ‘সেনা শাড়ি’ বিক্রির আশা করেছিলেন, সেখানে তিনি সর্বশেষ পেয়েছেন প্রায় চার হাজার শাড়ির অর্ডার। প্রতিদিনই বাড়ছে সেনা শাড়ির চাহিদা। একটি প্রতিষ্ঠান তো ইতিমধ্যে পাঁচটি ডিজাইনের ‘সেনা শাড়ি’ তৈরি করে ফেলেছে। একদিকে যখন চলচিত্র নির্মাতারা পুলওয়ামা ও বালাকোট নামের স্বত্ব পেতে মরিয়া চেষ্টা করছেন, তখন এই শাড়ি নয়া মাত্রা যোগ করেছে।
সংঘাতের ঢেউ এসে আছড়ে পড়েছে পোশাকেও। দেশের শাড়ি নির্মাতারা প্রতিরক্ষা সরঞ্জাম ও সেনা সদস্যদের ছবি ব্যবহার করে বাজারে ছেড়েছেন শাড়ি। এমন একটি শাড়িতে দেখা গিয়েছে, সামরিক টুপি পরা অবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার পাশে অত্যাধুনিক সমরাস্ত্র হাতে একজন ভারতীয় সেনার ছবি। আর তাদের মাথার উপর দিয়ে উড়ছে যুদ্ধবিমান। এক একটি শাড়ির দাম প্রায় ৮৫০ টাকা।