নয়াদিল্লি: সবকিছু ঠিকঠাক থাকলে আজ মঙ্গলবার বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা! দিল্লিতে বিজেপির সদর দুপ্তর থেকেই দলবদল করতে পারেন তৃণমূল সাংসদ৷
২০১৪ সালের বোলপুর লোকসভা কেন্দ্র থেকে ৪৮.৩৩ শতাংশ ভোট পেয়েছিলেন অনুপম। নিকটতম প্রতিদ্বন্দী সিপিআইএমের রামচন্দ্র ডোমের সঙ্গে তাঁর ব্যবধান ছিল প্রায় ২.৫ লক্ষ। ওই বছর ওই কেন্দ্রে তৃণমূলের ভোট বেড়েছিল প্রায় ৩৮ শতাংশ। চলতি বছরের শুরুতে তৃণমূল থেকে বহিষ্কার হন অনুপম৷
বিজেপি সূত্রের খবর, বোলপুর থেকেই অনুপমকে প্রার্থী করতে চলেছে তারা। সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী অসিত মালের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতা হবে তাঁর৷ বিজেপির দাবি, অধ্যাপক হিসাবে বোলপুরের মানুষের মধ্যে অনুপম বেশ জনপ্রিয়৷ সাংসদ হিসাবেও জনপ্রিয়৷ তাই অনুপমকে সামনে রেখে বোলপুর আসনটি দখলে ঝাঁপাবে বিজেপি৷