বিজেপির বিদেশ থেকে টাকা আসে, আমাদের কাছে আসে না: মমতা

কলকাতা: আজ কালীঘাটে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বিজেপি ও মোদির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশ আমি মা মাটি মানুষকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। সকলকে শ্রদ্ধা জানাই। সারা দেশের যুবদের এবং নতুন ভোটারদের শুভেচ্ছা। গত পাঁচ বছরে দেশের যে সকল জওয়ান দেশের জন্য প্রাণ

বিজেপির বিদেশ থেকে টাকা আসে, আমাদের কাছে আসে না: মমতা

কলকাতা: আজ কালীঘাটে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বিজেপি ও মোদির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশ

  • আমি মা মাটি মানুষকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। সকলকে শ্রদ্ধা জানাই।
  • সারা দেশের যুবদের এবং নতুন ভোটারদের শুভেচ্ছা।
  • গত পাঁচ বছরে দেশের যে সকল জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন, যে সকল দেশবাসী প্রাণ হারিয়েছেন, সকলকে শ্রদ্ধা জানাই।
  • ভারতবর্ষের মানুষকে আমরা একতা, সম্প্রীতি, সংহতি ও ঐক্য বার্তা দিতে চাই।
  • গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে ব্যর্থতা, দেশে যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে, কৃষকরা আত্মহত্যা করেছে।
  • চাষিদের ওপর, দলিতদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মা বোনেদের ওপর অত্যাচার, ছাত্র যুবকে বঞ্চনা, শ্রমিক কৃষককে লাঞ্ছনা করা হচ্ছে।
  • ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে, সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। দেশে একতা ভয়ের বাতাবরণ তৈরী করা হচ্ছে।
  • অনেক সময় ঘোষিত জরুরী অবস্থার থেকে অঘোষিত জরুরী অবস্থা বেশী মারাত্বক।
  • মিডিয়া, সরকারি আধিকারিক, সাধারণ মানুষ, সংস্থা, এজেন্সি সকলে স্বাধীন থেকেও আজ পরাধীন। এই পরাধীনতার গ্লানি ভুলতে চাই।
  • রাজনৈতিক স্বার্থে সংবিধানকে আঘাত করা হয়েছে।
  • বিদ্বেষ, ঘৃণার রাজনীতি চলছে। মানুষে মানুষে বিভেদ তৈরী করে দেওয়া হয়েছে।
  • ওদের লজ্জা থাকা উচিৎ। দেশে গো রক্ষক সিণ্ডিকেট, লিঞ্চিং সিণ্ডিকেট আমদানি করেছে।
  • কোটি কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে। মিডিয়াকে কাজ করতে দেওয়া হচ্ছে না।
  • দেশে এই পরিস্থিতি এর আগে কখনও হয়নি। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং।
  • একদিকে মোদীবাবুর হুঙ্কার, বিজেপির উগ্রত্ববাদ রাজনীতি, দেশকে টুক্রো করে দেওয়ার চক্রান্ত।
  • স্ট্রাইকের নামে বিভিন্ন উগ্রতাবাদ, নিজের রাজনৈতিক প্রয়োজনে কাজে লাগানোর জন্য অনেক চেষ্টা হয়েছে।
  • রিজার্ভ ব্যাঙ্ক সেদিন নোটবন্দী করতে চায়নি। আমি প্রথম বলেছিলাম নোট বন্দী ভারতবর্ষের অর্থনীতির ক্ষতি করবে। নোটবন্দী একটা বড় কেলেঙ্কারি। কেন সেদিন করা হয়েছিল, মানুষ জানতে চায়।
  • কেন পুলওয়ামায় এত জওয়ান মারা গেল? কেন পাঠানকোট, কেন উরিতে হামলা হল?
  • নোটবন্দীর সময় বলা হয়েছিল উগ্রপন্থাকে কব্জা করার জন্য করা হয়েছিল। কিন্তু, উগ্রপন্থা ২৬০ শতাংশ বেড়েছে।
  • কয়েকজন এবার আর লড়ছেন না, তাদের কৃতজ্ঞতা জানাই গত পাঁচ বছরের তাদের কাজের জন্য।
  • এই বছর আমাদের প্রার্থীদের মধ্যে আনুমানিক ৪১% মহিলা প্রার্থী, এর আগে ছিল ৩৫ শতাংশ।
  • আমাদের নিশ্চিত করতে হবে যে ভি আই পি-রা ভাড়া করা প্লেনে বা হেলিকপ্টারে করে এসে টাকা ছড়িয়ে ভোট কিনতে না পারে
  • বিজেপি এত কেন ভয় পেয়েছে যে বাংলায় সাত দফায় নির্বাচন করতে হবে?
  • আমাদের সঙ্গে এখনও কারো জোট হয়নি, কিন্তু বিজেপি-র বিরুদ্ধে যেই লড়বে তাদের জন্য আমাদের দরজা খোলা। অন্যান্য রাজ্যে আমরা আঞ্চলিক দলগুলিকে সমর্থন দেব।
  • ২০১৯-র ১৯-এ মে, মোদীর পালা সাঙ্গ হবে। একজন মানুষ যে সবার মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে তাকে যেতেই হবে। এটা আমাদের চ্যালেঞ্জ।
  • কংগ্রেস আর সিপিএম চিরকালই আমাদের বিরুদ্ধে। ওদের সাথে আমাদের মতভেদের পার্থক্য আছে। কিন্তু জাতীয় স্তরে জোট হতেই পারে।
  • বিজেপি এখন অন্যদের কাছে প্রার্থী ধার চাইছে।
  • আমরা সব সম্প্রদায়, সব জাতির, সব ধর্মের লোকের পাশে আছি। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিৎ সকলের জন্য কাজ, উন্নয়ন এবং শান্তি।
  • বিজেপি-র প্রচুর টাকা আছে। কিন্তু আমাদের বুঝে শুনে খরচ করতে হয় সব কিছুর জন্য, যেমন, প্রচার, জেলাসফর বা সভা আয়োজন। ওদের কাছে বিদেশ থেকে টাকা আসে, আমাদের কাছে আসে না। সেই ১৯৯৫ থেকে আমি নির্বাচনী সংস্কারের জন্য লড়াই করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =