নয়াদিল্লি: ভোটিং মেসিনের সঙ্গে ভিভিপ্যাট গোনা হবে কি না, তা জানতে চেয়ে কমিশনকে নোটিশ পাঠাল দেশের শীর্ষ আদালত৷ ভোট চুরি রুখতে বিরোধীদের তোলা অভিযোগের ভিত্তিতে কমিশনের জবাব জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী ২৫ মার্চের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে খবর৷ লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস সহ ২১টি বিরোধী দল ইভিএমের বিরোধিতায় সরব। গত মাসেই ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। আজ ছিল সেই মামলার শুনানি৷
বিরোধীদের পিটিশনে ইভিএম নিয়ে আরও বেশি কড়া সুরক্ষা কবচের দাবি উঠেছে। একইসঙ্গে ৫০ শতাংশ ভোটিং মেসিনের সঙ্গে ভিভিপ্যাট যোগ করার আবেদন করেছে বিরোধীরা। কংগ্রেসের সঙ্গে তেলুগু দেশম পার্টি, এনসিপি, আম আদমি পার্টি এবং বামফ্রন্ট মিলিতভাবে আদালতে পিটিশন দাখিল করেছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর বিরোধীরা ইভিএমে কারচুপির অভিযোগ করে। বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী ব্যালট পেপার ফেরানোর দাবি জানান৷