নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ৫০ শতাংশ ইভিএমের ফলাফল মেলাতে হবে ভিভিপ্যাটের সঙ্গে। নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আদালতের সঙ্গে সহযোগিতার জন্যে নির্বাচন কমিশনকে একজন অভিজ্ঞ আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রয়োজনীয় তথ্যও দেবেন তিনিই। ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ২১টি রাজনৈতিক দল। সেই মামলায় শুক্রবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, বিষয়টি খতিয়ে দেখতে একজন উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ করতেও বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৫ মার্চ।