শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, কী বললেন মমতা?

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা আমাদের আগেই জানিয়েছিল। ওরা আসছে, সেটা তো ভালোই। রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে ওরা কাজ করছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় তৃণমূল নেতা তথা নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও একই সুরে বলেন, নির্বাচনে তো সেন্ট্রাল

শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, কী বললেন মমতা?

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা আমাদের আগেই জানিয়েছিল। ওরা আসছে, সেটা তো ভালোই। রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে ওরা কাজ করছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় তৃণমূল নেতা তথা নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও একই সুরে বলেন, নির্বাচনে তো সেন্ট্রাল ফোর্স আসবেই। বাহিনী আসবে, ভোটের পর চলেও যাবে। এতে আমাদের কোনও অসুবিধা নেই। বরং ফোর্স দিয়ে যতবার ভোট হয়েছে, ততবারই জনসমর্থন বেড়েছে তৃণমূলের। এই প্রসঙ্গে ২০১৬ সালের বিধানসভা নির্বাচন, উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচন এবং বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে জোড়াফুল শিবিরের ভোটবৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন ফিরহাদ সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + one =