পাকিস্তানের অভিমুখে নয়া সাবমেরিন প্রস্তুত করল ভারতীয় নৌবাহিনী

নয়াদিল্লি: ব্যালিস্টিক মিসাইলে সাবমেরিন আইএনএস আরিহান্টকে কাজে লাগাল ভারতীয় নৌবাহিনী৷ নৌবাহিনীর তরফে তরফে বলা হয়েছে, সাবমেরিন ও তার কেরিয়ারকে নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হয়েছে। সাবমেরিনটি আরবসাগরে নিয়ে যাওয়া হয়েছে কিনা তা নৌ বাহিনীর তরফে বলা হয়নি৷ পাকিস্তানে আঘাত হানতে গেলে সাবমেরিনটিকে আরব সাগরে নামাতে হবে৷ কী রয়েছে এই সাবমেরিনে? জানা গিয়েছে, ব্যালিস্টিক মিসাইলে সাবমেরিনে রয়েছে বিশেষ

c39d0c8892456e50ca2f2dcc44fabb79

পাকিস্তানের অভিমুখে নয়া সাবমেরিন প্রস্তুত করল ভারতীয় নৌবাহিনী

নয়াদিল্লি: ব্যালিস্টিক মিসাইলে সাবমেরিন আইএনএস আরিহান্টকে কাজে লাগাল ভারতীয় নৌবাহিনী৷ নৌবাহিনীর তরফে তরফে বলা হয়েছে, সাবমেরিন ও তার কেরিয়ারকে নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হয়েছে। সাবমেরিনটি আরবসাগরে নিয়ে যাওয়া হয়েছে কিনা তা নৌ বাহিনীর তরফে বলা হয়নি৷ পাকিস্তানে আঘাত হানতে গেলে সাবমেরিনটিকে আরব সাগরে নামাতে হবে৷

কী রয়েছে এই সাবমেরিনে? জানা গিয়েছে,  ব্যালিস্টিক মিসাইলে সাবমেরিনে রয়েছে বিশেষ কিছু মিসাইল৷ যা ৭৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোনও কিছুতে আঘাত হানতে পারে। তবে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত কোনও কিছুকে আঘাত করতে পারা মিসাইলও কাজে লাগাতে পারবে নৌ বাহিনী। ভারতীয় নৌ বাহিনীর তরফে বলা হয়েছে, তারা এই সাবমেরিনটি পাকিস্তানের দিকে তাক করে রেখেছে৷ গত নভেম্বর মাসে প্রথমবার সমুদ্রে নামে আইএনএস আরিহান্ট। রাশিয়ার সাহায্যে ভারতে তৈরি এই সাবমেরিনটির পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এই সাবমেরিন এক টানা বেশ কয়েক মাস জলের তলায় থাকতে সক্ষম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *