রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে স্ত্রীকে খোরপোশ দেব, কী বললেন স্বামী?

আজ বিকেল: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে অনেকদিন, এদিকে বেকার স্বামী খোরপোশ দিতে অপারগ। তাই মামলা দীর্ঘায়িত হচ্ছে, দুতরফের কারোরই মনে শান্তি নেই।দেখতে দেখতে পরবর্তী শুনানির দিনও এসে গেল, এজলাসে দাঁড়িয়ে স্বামী বললেন, ধর্মাবতার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে স্ত্রীকে খোরপোশ দিয়ে দেব।এহেন বক্তব্যে ততক্ষণে বিচারালয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি খোলসা হওয়ার আগেই এজলাসে চেঁচামেচি শুনে

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে স্ত্রীকে খোরপোশ দেব, কী বললেন স্বামী?

আজ বিকেল: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে অনেকদিন, এদিকে বেকার স্বামী খোরপোশ দিতে অপারগ। তাই মামলা দীর্ঘায়িত হচ্ছে, দুতরফের কারোরই মনে শান্তি নেই।দেখতে দেখতে পরবর্তী শুনানির দিনও এসে গেল, এজলাসে দাঁড়িয়ে স্বামী বললেন, ধর্মাবতার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে স্ত্রীকে খোরপোশ দিয়ে দেব।এহেন বক্তব্যে ততক্ষণে বিচারালয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি খোলসা হওয়ার আগেই এজলাসে চেঁচামেচি শুনে বিচারক অস্থির হয়ে উঠলেন।

স্বামীর তরফের উকিলের ডাক পড়লে তিনি জানান, তাঁর মক্কেল আর্থিকভাবে খুবই দুর্বল। একপ্রকার বেকার বলা যেতে পারে। নিজেরই নুন আন্তে পান্তা ফুরোয় সে আর কী করে প্রাক্তন স্ত্রীর খোরপোশ দেবে। তবে চিন্তা করবেন না, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস যদি জিতে যায় তাহলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এটি খুবই আনন্দের কথা, কেননা প্রতিশ্রুতি মতো তখন প্রত্যের গরিব ভারতীয়র মাসিক বেতন দেবে সরকার, যার অর্থমূল্য ১২হাজার টাকা। এই টাকা পেলে স্ত্রীকে প্রতি মাসে খোরপোশ বাবদ ৪,৫০০ টাকা করে পাঠিয়ে দেবেন। আইনজীবীর বক্তব্য শুনে ততক্ষণে এজলাসে হাসির কলরোল শুরু হয়েছে। এককথায় গাছে কাঁঠাল আর গোঁফে তেল।

বলা বাহুল্য, কিছুদিন আগেই এক সমাবেশে বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি বলেন, ফের জাতীয় কংগ্রেস দেশের ক্ষমতায় এলে প্রত্যেক ভারতীয় ৭২ হাজার টাকা করে পাবেন। এখনও ভোটও হয়নি, বিজেপিকে হটিয়ে ক্ষমতা দখলের লড়াইতে শক্তি সঞ্চয় করছে বিরোধী জোট। এরমধ্যেই একক ক্ষমতায়নে অগ্রসর হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী দেশবাসীর কাছে সরকার গঠনের আহ্বান রেখেছেন। আর সেখানেই তিনি ৭২ হাজারের কাহিনীও শুনিয়েছেন। সেই কাহিনীতেই স্বপ্ন দেখছেন ইন্দোরের ওই যুবক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =