কিং খানকে ‘ডক্টরেট’ সম্মান জানাল এই বিশ্ববিদ্যালয়

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ কিং খানের মুকুটে আরও একটি পালক৷ পেলেন ডক্টরেট৷ শাহরুখকে ডক্টরেট সম্মান দিয়েছে লন্ডনের আইন বিশ্ববিদ্যালয়৷ সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই খবরটি নিজেই জানিয়েছেন৷ একটি ছবিও পোস্ট করেছেন ৫৩ বছর বয়সী সুপারস্টার৷ লিখেছেন, “এই সম্মানের জন্য আইন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ৷ এই সম্মান আমার ফাউন্ডেশনেকে আরও উৎসাহিত করবে৷’’ শাহরুখ খানের মীর ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা৷

কিং খানকে ‘ডক্টরেট’ সম্মান জানাল এই বিশ্ববিদ্যালয়

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ কিং খানের মুকুটে আরও একটি পালক৷ পেলেন ডক্টরেট৷ শাহরুখকে ডক্টরেট সম্মান দিয়েছে লন্ডনের আইন বিশ্ববিদ্যালয়৷ সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই খবরটি নিজেই জানিয়েছেন৷ একটি ছবিও পোস্ট করেছেন ৫৩ বছর বয়সী সুপারস্টার৷

লিখেছেন, “এই সম্মানের জন্য আইন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ৷ এই সম্মান আমার ফাউন্ডেশনেকে আরও উৎসাহিত করবে৷’’ শাহরুখ খানের মীর ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা৷ বিভিন্ন প্রকল্প ও এনজিও-র সহযোগিতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে মীর ফাউন্ডেশন৷

অতীতে, শাহরুখ খান পোলিও সচেতনতা প্রচারাভিযান ও জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গেও কাজ করেছেন। তিনি মেক-আ-উইশ ফাউন্ডেশনের সাথেও যুক্ত ছিলেন৷ শাহরুখ ক্যান্সার রোগীদের সহায়তা জন্যও কাজ করেছেন। শাহরুখ বলেন, “আমি নারীর ক্ষমতায়ন, মৌলিক মানবাধিকার ও দরিদ্রদের পুনর্বাসনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, এই পৃথিবী আমাকে যা দিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আমি এই সম্মানিত ডক্টরেট পেয়ে ধন্য, আমাকে নির্বাচিত করার জন্য সকলকেই ধন্যবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =