হিউম্যানস অফ বম্বের জন্য একটি পোস্ট লিখেছেন অভিনেত্রী শ্রুতি মারাঠে। আর সেখানেই কাস্টিং কাউচের ঘটনায় তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। ‘সপ্তপদী’, ‘রামমাধব’ প্রভৃতি মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি।
তিনি লিখেছেন, একজন প্রযোজকের সঙ্গে তার কাজ নিয়ে মিটিং ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই প্রযোজক ‘কম্প্রোমাইজ’, ‘একরাত’ ধরনের শব্দ ব্যবহার শুরু করেন। শ্রুতি লিখেছেন, ‘‘আমি ওই ব্যক্তিকে যোগ্য জবাব দেওয়ার জন্য জিজ্ঞেস করি, আমাকে নায়িকা করার জন্য যদি আমার সঙ্গে আপনার শোওয়ার প্রয়োজন হয়, তা হলে নায়ক হিসেবে কোন হিরোর সঙ্গে রাত কাটিয়ে তাকে সুযোগ দিচ্ছেন? ওই প্রযোজক এটা শুনে স্তম্ভিত হয়ে যান। মিটিং থেকে বেরিয়েই আমি বাকিদের ওর এই কাজ সম্পর্কে জানাই এবং সেই কাজটি থেকে বেরিয়ে আসি।”