আজ বিকেল: মালিকানা কার, কার গোয়ালে তার ঠাঁই হবে। এই নিয়েই বচসা গড়ালো আদালত পর্যন্ত। তাই স্থায়ী গোয়ালের আশায় আজ কোর্টে গেল গরু। তবে বাদি বিবাদি পক্ষের বচসা এজলাসেও থামল না, বাধ্য হয়েই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিনেই ফের যোধপুর আদালতে হবে বিচার। সেদিনই ঠিক হয়ে যাবে গরুর মালিকানা কে পেতে চলছেন।
মাস্টার মশাই শ্যাম সিং ও কনস্টেবল ওম প্রকাশের মধ্যে গরুর মালিকানা নিয়ে বিবাদের সূত্রপাত গতবছর। সালিশি ডেকেও যখন সমাধান হল না, তখন দুজনেই গেলেন আদালতে। গত বছর আগস্টে মামলা শুরু। কিন্তু গরু এখনও বেওয়ারিশ, ঘর না পেয়ে গোশালায় তার ঠাঁই হয়েছে। যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সেটাই তার আশ্রয়।
গো-রক্ষা নিয়ে যখন দেশ উত্তাল। তখন গরু কার তাই কোর্ট কাছারি কে কবে ভেবেছে ভাই। তবে গোপাল ভাঁড় থাকলে আজ বড় খুশিই হতে তা বলাই বাহুল্য।