কীভাবে পুরনো ২০০০ টাকার নোট বদলাবেন? জানুন বিস্তারিত

কীভাবে পুরনো ২০০০ টাকার নোট বদলাবেন? জানুন বিস্তারিত

imagesmissing

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকছে ২০০০ টাকার নোট, তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। কারণ নতুন করে আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঘোষণার পর অনেকেরই মনে পড়ছে নোটবন্দির কথা। সেই সময়ও পুরনো নোট বদল করতে হয়েছিল ব্যাঙ্কে গিয়ে। এবারও তাই করতে হবে। 

আরবিআই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। একই সঙ্গে জানান হয়েছে, যে কোনও ব্যাঙ্ক থেকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। কিন্তু ঠিক কোন পদ্ধতিতে বদলাবেন আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট? আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বিষয়টি খুবই সহজ।