নদী, পাহাড় ডিঙিয়ে নির্বাচন করাতে গেলেন ভোট কর্মীরা

ইটানগর: অরুণাচল প্রদেশের দুর্গম গ্রাম লুগুংথাং। তবে সেখানে মুক্ত বিধানসভা কেন্দ্রের বহু ভোটার রয়েছেন। তাই ১৩ হাজার ৫৮৩ ফুট পাহাড়ি পথ বেয়ে ট্রেক করে পোলিং বুথে গিয়ে পৌঁছলেন ভোটকর্মীরা। এব্যাপারে নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি শরন শনিবার ট্যুইটে বলেন, ভোটারদের কাছে পৌঁছনোর জন্যই ওই অফিসাররা সব প্রতিবন্ধকতা পার করেছেন। কমিশন সূত্রে খবর, শুধু লুগুংথাংই নয়। তার

f8f713af78b697979ecfea4e2c28abbe

নদী, পাহাড় ডিঙিয়ে নির্বাচন করাতে গেলেন ভোট কর্মীরা

ইটানগর: অরুণাচল প্রদেশের দুর্গম গ্রাম লুগুংথাং। তবে সেখানে মুক্ত বিধানসভা কেন্দ্রের বহু ভোটার রয়েছেন। তাই ১৩ হাজার ৫৮৩ ফুট পাহাড়ি পথ বেয়ে ট্রেক করে পোলিং বুথে গিয়ে পৌঁছলেন ভোটকর্মীরা।

এব্যাপারে নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি শরন শনিবার ট্যুইটে বলেন, ভোটারদের কাছে পৌঁছনোর জন্যই ওই অফিসাররা সব প্রতিবন্ধকতা পার করেছেন। কমিশন সূত্রে খবর, শুধু লুগুংথাংই নয়। তার মতো এমন অনেক দুর্গম ভোটকেন্দ্র অরুণাচলে রয়েছে। সেইসব বুথে পৌঁছতে দু’দিন সময়ও লেগে গিয়েছে। কিছু কিছু ভোটগ্রহণকেন্দ্র এতটাই বিচ্ছিন্ন জায়গায় যে সেখানে কপ্টারে করে নির্বাচনী অফিসারদের পাঠাতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *