নয়াদিল্লি: নোটবাতিল পরবর্তী বেআইনি আর্থিক তছরুপ মামলায় বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত কয়েকদিন ধরে হায়দরাবাদ এবং বিজয়ওয়ানায় মুসদ্দিলাল জুয়েলার্সের শোরুমে হানা দিয়ে ৮২ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেছে তারা।
সংস্থার কর্তা কৈলাস গুপ্তা, বালাজি গোল্ট নামে একটি সংস্তার অংশীদার পবন আগরওয়াল , আস্থা লক্ষ্মী গোল্ড নামে অন্য একটি সংস্থার মালিক নীল সুন্দর এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সঞ্জয় সারদার একাধিক সম্পত্তিতেও তল্লাশি চালানো হয়েছে। বাজয়োপ্ত হওয়া ১৪৫.৮৯ কেজি সোনার গয়নার বর্তমান বাজারমূল্য ৮২ কোটি ১১ লক্ষ টাকা। আয়কর দপ্তর এবং তেলেঙ্গানা পুলিসের দায়ের করা অভিযোগের সূত্র ধরে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা প্রতিরোধ আইনে ফৌজদারি মামলাও দায়ের করেছে তারা। অভিযুক্তরা নোটবাতিলের দিন, অর্থাৎ ২০১৬ সালের ৮ নভেম্বরের আগের পাঁচ হাজার ২০০টি বিল ইস্যু করেছিল বলেই জানতে পেরেছেন ইডি আধিকারিকরা।