কলকাতা: তৃতীয় দফার ভোটে গোড়ার দিকে ইভিএম গোলমালের কারণে কোথাও কোথাও ভোটের হার ছিল কম। তবে বেলা বাড়তেই ভোট পড়ছে ভালোই। সন্ধ্যা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে ভোট পড়েছে ৭৯.৩৬%। গোটা দেশে ভোটের হার ৬৩.২৪ শতাংশ৷
মঙ্গলবার তৃতীয় দফায় ভোটগ্রহণের সময়সীমা পেরোনোর পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল পাঁচটা পর্যন্ত বালুরঘাট কেন্দ্রে ৮০.৯৮ শতাংশ, মালদহের উত্তর ৭৬.৪৩ শতাংশ মালদহ দক্ষিণ ৭৭.৪৫ শতাংশ জঙ্গিপুর ৭৮.৫৮ শতাংশ এবং মুর্শিদাবাদে ৮১.৪১ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওডিশায় ভোট পড়েছে ৫৮.১৮ শতাংশ৷ ত্রিপুরায় ৭৮.৫২ শতাংশ৷ উত্তরপ্রদেশে ৫৭.৭৪ শতাংশ৷ ছত্তিশগড়ে ৬৫.৯১ শতাংশ৷ দাদরা ও নগর হাভেলিতে ৭১.৪৩ শতাংশ৷ দমন ও দিউয়ে ৬৫.৩৪ শতাংশ৷ এখনও বেশ কিছু রাজ্যের ভোটের হার প্রকাশিত হয়৷ আপাতত যা তথ্য এসেছে, তাতে ফের এগিয়ে বাংলা৷