১০০০ টাকা কি আবার ফিরছে? স্পষ্ট করলেন RBI গভর্নর

১০০০ টাকা কি আবার ফিরছে? স্পষ্ট করলেন RBI গভর্নর

3 stocks recomended

নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বর মাসের পর বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এই সিদ্ধান্ত নিয়ে এখন হইচই এবং নানা প্রশ্ন উঠেছে। যে যে প্রশ্ন সামনে আসছে তার মধ্যে সবথেকে চর্চিত, ১০০০ টাকার নোট বাজারে ফিরে আসবে কিনা। কারণ ২০০০ টাকার নোট বন্ধ হয়ে গেলে শুধুমাত্র সর্বোচ্চ ৫০০ টাকার নোটই পড়ে থাকে। তাহলে তার ওপরের বড় কোনও নোট কি আসছে? এই নিয়ে উত্তর দিলেন খোদ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। 

২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। তার পরেই বাজারে আসে নতুন ২০০০ টাকার নোট এবং নতুন ৫০০ টাকার নোট। আর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ১০০০ টাকা। কিন্তু এখন আবার ২০০০ টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই ১০০০ টাকার নোট নিয়ে প্রশ্ন আসছে। তবে সোমবার আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০০০ টাকার নোট তুলে নেওয়া হলেও নতুন করে ১০০০ টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা আপাতত নেই। তিনি এও জানান, বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে বাজারে।