‘নাকে তেল দিয়ে ঘুমতে যায়’, অক্ষয়কে জানালেন মোদি

নয়াদিল্লি: নিজের জীবনযাপনের পুঙ্খানুপুঙ্খ আজ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রী কেন কী পোশাক পরেন, কোন জুতো পরেন, কী খান, কীভাবে আনন্দ পান সবটাই অক্ষয় কুমারের সঙ্গে বসে আড্ডা দিয়ে জানিয়েছেন তিনি। ভোট উৎসবের মাঝে নরেন্দ্র মোদি জানিয়েছেন, সুস্থ জীবনধারার জন্য যোগব্যায়াম, আয়ুর্বেদ ও নিরামিষ ভোজন করেই দিব্যি ভালো রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী

‘নাকে তেল দিয়ে ঘুমতে যায়’, অক্ষয়কে জানালেন মোদি

নয়াদিল্লি: নিজের জীবনযাপনের পুঙ্খানুপুঙ্খ আজ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রী কেন কী পোশাক পরেন, কোন জুতো পরেন, কী খান, কীভাবে আনন্দ পান সবটাই অক্ষয় কুমারের সঙ্গে বসে আড্ডা দিয়ে জানিয়েছেন তিনি। ভোট উৎসবের মাঝে নরেন্দ্র মোদি জানিয়েছেন, সুস্থ জীবনধারার জন্য যোগব্যায়াম, আয়ুর্বেদ ও নিরামিষ ভোজন করেই দিব্যি ভালো রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ অক্ষয় কুমারকে বলেন, “আপনি শুনে অবাক হবেন, আমি এত কঠিন জীবন কাটিয়েছি কিন্তু কোনওদিন ডাক্তার বা ব্যয়বহুল ওষুধের উপর নির্ভরশীল হইনি।”

সরষের তেলের নানা উপকারিতার কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, “গরম জল খাওয়ার পাশাপাশি, আমি শীতে ঠাণ্ডা থেকে বাঁচতে সরষের তেল ব্যবহার করি। আমি সরষের তেল গরম করে রাতে শোয়ার সময় নাকে কয়েক ফোঁটা তেল দিই। এটি অত্যন্ত কার্যকরি প্রতিকার। মাত্র দুই দিনের মধ্যে নাক বন্ধের সমস্যা কমে যায়।”

প্রধানমন্ত্রী মোদি জানান, দীর্ঘ দূরত্বের পথ হাঁটতে হলে তিনি সবসময়ই আসামের বিশেষ গামছা সঙ্গে রাখেন। মোদি বলেন, “যখনই আমাকে অনেক দূরের পথ হেঁটে যেতে হয় আমার সঙ্গে থাকে আসামের গামছা, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। পায়ে ব্যথা করলে আমি ওই গামছা পায়ে বেঁধে নিতাম।”

ত্বকের যত্নের জন্য একটি আয়ুর্বেদিক রহস্য জানিয়েছেন প্রধানমন্ত্রী। ত্বক ভালো রাখতে মুখে নাকি নিয়মিত ক্যাস্টর তেল ব্যবহার করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, “আমি কয়েক বছর আগে কৈলাশ ভ্রমণে গিয়েছিলাম। মোট দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার ছিল৷ মাকে সব পথেই হেঁটে যেতে হয়েছিল। অনেক লোকই আমার সঙ্গে ছিল৷ তাঁরা তাঁদের ত্বকের যত্ন নেওয়ার জন্য খুব দামী দামী পণ্য ব্যবহার করছিল। আমার সঙ্গে ছিল ক্যাস্টর তেল এবং আমি শুধু মুখে ওই তেলই লাগাতাম!” মোদি আরও বলেন, “ছয় দিন পর ওদের ত্বক জ্বলতে লাগল, কিন্তু আমার কিছুই হয়নি। সেই দিন থেকে, প্রতি রাতে সবাই আমার কাছ থেকে ক্যাস্টর তেল নিয়ে যেত, মুখে মাখত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *