ইভিএম নিয়ে এখনও পর্যন্ত কত অভিযোগ জমা হল কমিশনে?

নয়াদিল্লি: তিন দফায় ইভিএম গোলমালের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণের সময় ইভিএম ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। দেশের সাড়ে ১০ লাখ ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশন ২৩ লাখ ৪০ হাজার ইভিএম নামিয়েছে। তার মধ্যে বাস্তবে কাজে নেমেছে ২০ লাখ ৭ হাজার ইভিএম। আড়াই লাখ রাখা আছে বিকল্প হিসেবে। প্রধানত তিন ধরনের অভিযোগ

e02d25f073a5a29bb9af71f7b4548b1e

ইভিএম নিয়ে এখনও পর্যন্ত কত অভিযোগ জমা হল কমিশনে?

নয়াদিল্লি: তিন দফায় ইভিএম গোলমালের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণের সময় ইভিএম ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ উঠেছে।

দেশের সাড়ে ১০ লাখ ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশন ২৩ লাখ ৪০ হাজার ইভিএম নামিয়েছে। তার মধ্যে বাস্তবে কাজে নেমেছে ২০ লাখ ৭ হাজার ইভিএম। আড়াই লাখ রাখা আছে বিকল্প হিসেবে।

প্রধানত তিন ধরনের অভিযোগ ইভিএম নিয়ে। ভিভিপ্যাটের পেপার রোল আটকে যাচ্ছে। ইভিএমের বোতাম আটকে যাচ্ছে। আর ইভিএম ও ভিভিপ্যাটের মধ্যে ঠিকমতো সংযোগ হচ্ছে না। ভোটকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণের অভাবও একটা কারণ হতে পারে বলে জানাচ্ছে কমিশন। বিরোধীরা ইতিমধ্যেই ইভিএমের গোলমাল নিয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *