ভুবনেশ্বর: তৃতীয় দফার ভোট চলাকালীন গত ২৩ এপ্রিল ওড়িশার কংস ব্লকে বীরকিশোরপুর গ্রামের এক ভোটগ্রহণ কেন্দ্রে ভাঙচুর চালানো হয়।
ওই ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অভিযোগ করেছেন, গত ২৩ এপ্রিল সত্যবাদী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ওমপ্রকাশ মিশ্র দলবল নিয়ে ঢুকে ওই ভোটকেন্দ্রে ভাঙচুর চালান। ইভিএম মেশিনও ভেঙে ফেলা হয়। ওই ঘটনার পর থেকেই ওমপ্রকাশ পলাতক। ভুবনেশ্বরের হংসপালে তাঁর বাড়িতে গিয়েও পুলিস তল্লাশি চালিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পুরীর পুলিস সুপার উমাশঙ্কর যশ বলেন, ‘ঘটনার পর থেকেই তিনি (ওমপ্রকাশ) পলাতক। তবে তাঁর দুই শাগরেদ মানস সামন্তরায় এবং অক্ষয় কুমার বিসওয়াল নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।