নয়াদিল্লি: লন্ডনের আদালতে খারিজ হয়ে গেল নীরব মোদির জামিনের আবেদন। পরবর্তী শুনানি ২৪ মে। প্রায় একমাস আগে গ্রেফতারের পর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট নীরবের জামিনের আর্জি খারিজ করলে তাকে জেলে পাঠানো হয়েছিল।
তার জামিনের আবেদনের বিরোধিতা করে ভারতের তরফে বলা হয়েছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১৩ হাজার কোটি টাকা জালিয়াতি করে বিদেশে পালানো নীরব ফের পালাতে পারে, সাক্ষীদের ভয় দেখাতে পারে, তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে। নীরব লন্ডনে ফ্ল্যাট কিনেছে। ব্যাঙ্কে অ্যাকউন্ট খোলার সময় সে গ্রেফতার হয়। ২০১৮ সালে জালিয়াতির কথা ফাঁস হতেই নীরব এবং মোহুল চোকসি ভারত ছেড়ে পালিয়ে যায়।