নিজের ভুলেই এবার ভোট দিতে পারবেন না বিরাট

নয়াদিল্লি: খেলার চাপে কারণে এবারের লোকসভা ভোটে অংশ নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ নিজের ভুলেই কারণেই ভোটে অংশ নিতে পারবেন না তিনি৷ কিন্তু, হঠাৎ কেন এই বিপত্তি? জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মুম্বইয়ের ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ করে উঠতে পারেননি বিরাট৷ সেকারণে এবার তিনি ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকবেন৷ তবে, ভোটের

নিজের ভুলেই এবার ভোট দিতে পারবেন না বিরাট

নয়াদিল্লি: খেলার চাপে কারণে এবারের লোকসভা ভোটে অংশ নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ নিজের ভুলেই কারণেই ভোটে অংশ নিতে পারবেন না তিনি৷ কিন্তু, হঠাৎ কেন এই বিপত্তি?

জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মুম্বইয়ের ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ করে উঠতে পারেননি বিরাট৷  সেকারণে এবার তিনি ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকবেন৷ তবে, ভোটের তালিকায় নাম তোলা যে বিশাল বড় কাজ তাও না৷ খেলার চাপ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরে না গিয়ে অনলাইনের মাধ্যমেও তিনি তাঁর নিগরিকত্বের দায়িত্ব পালন করতে পারতেন৷ খেলার চাপ থাকর কারণ দেখিয়ে তিনি ভোটার তালিকায় নাম তোলেননি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিরাট৷

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে বিরাট, রোহিত, ধোনিদের কাছে অনুরোধ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুরোধে নমো বলেন, তরুণ-যুবাদের ভোটদানে আগ্রহী করে তুলতে এগিয়ে আসুক ক্রিকেটাররা৷ ভোট দেওয়ার আবেদনে কোহলি কতটা প্রভাব ফেলতে পারলেন জানা নেই, কিন্তু নিজে এবার ভোটদান মিস করতে চলেছেন ক্যাপ্টেন হট৷

নির্বাচন আধিকারিক সূত্রে খবর, ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা দেওয়া হলেও শেষ তা বাতিল হয়ে যায় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কারণে৷ ফলে এবারের নির্বাচনে দেশ গড়ার কাজে নিজের মত জানাতে পারার সুযোগ পাচ্ছেন না বিরাট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =