আরও বিপাকে রাহুল, কমিশনের নজরে সোনিয়া-পুত্র

নয়াদিল্লি: অসত্য বলার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বিজেপির দুই কর্মীর এই অভিযোগের ভিত্তিতে কমিশন রাহুলকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে। নইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। ২৩ এপ্রিল মধ্যপ্রধেসের শাহদোলে রাহুল বলেছিলেন, মোদি সরকার নতুন এক আইন আনছে, যাতে আদিবাসীদের জমি, জঙ্গল, জল সব চলে যাবে। তাতে একটা লাইন

f21f2f5e7de74aa57ba2087da0183a3a

আরও বিপাকে রাহুল, কমিশনের নজরে সোনিয়া-পুত্র

নয়াদিল্লি: অসত্য বলার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বিজেপির দুই কর্মীর এই অভিযোগের ভিত্তিতে কমিশন রাহুলকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে।

নইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। ২৩ এপ্রিল মধ্যপ্রধেসের শাহদোলে রাহুল বলেছিলেন, মোদি সরকার নতুন এক আইন আনছে, যাতে আদিবাসীদের জমি, জঙ্গল, জল সব চলে যাবে। তাতে একটা লাইন আছে যে, সরকার আদিবাসীদের গুলি করে মারতেও পারবে। কমিশনের বক্তব্য, প্রচারে কেউ যাচাই না করা তথ্য বিরোধীদের বিরুদ্ধে বলতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *