রমজান মাসে ভোট শুরু হোক ভোরে, কমিশনের ‘সুপ্রিম’ আর্জি

নয়াদিল্লি: মুসলিম ভোটারদের সুবিধার্থে শেষ তিন দফার ভোটগ্রহণের সময়সূচি এগিয়ে আনা যায় কি না, সে সম্পর্কে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আজ দুই আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, ভোটগ্রহণের সময়সীমা দুই – আড়াই ঘন্টা এগিয়ে আনা যায় কিনা কমিশনের কাছে প্রশ্ন রাখল শীর্ষ আদালত। আইনজীবী মহম্মদ নিজামুদ্দিন পাশা ও আইনজীবী আসাদ হায়াত

রমজান মাসে ভোট শুরু হোক ভোরে, কমিশনের ‘সুপ্রিম’ আর্জি

নয়াদিল্লি: মুসলিম ভোটারদের সুবিধার্থে শেষ তিন দফার ভোটগ্রহণের সময়সূচি এগিয়ে আনা যায় কি না, সে সম্পর্কে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আজ দুই আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, ভোটগ্রহণের সময়সীমা দুই – আড়াই ঘন্টা এগিয়ে আনা যায় কিনা কমিশনের কাছে প্রশ্ন রাখল শীর্ষ আদালত।

আইনজীবী মহম্মদ নিজামুদ্দিন পাশা ও আইনজীবী আসাদ হায়াত তাঁদের হলফনামায় উল্লেখ করেছেন, রমজান মাসে বেশিরভাগ মুসলিম পুরুষ ও মহিলা সূর্যোদয়ের আগে খাবার গ্রহণ করেন। এই গরমে দিনের বাকি সময়টা তাঁরা বাইরে বেরোন না৷ কারণ খালি পেটে থাকার কারণে স্বাভাবিকভাবেই খিদে ও তেষ্টা বাড়ে। হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনেরও আশঙ্কা থাকে। তাই রমজান মাসে শেষ তিন দফা যে ভোট হতে চলেছে তা যদি সকাল ৭ টার বদলে, ভোর সাড়ে ৪ টা বা ৫টা থেকে শুরু করা যায় তবে মুসলিম ভোটাররা উপকৃত হবেন, বলে হলফনামায় জানিয়েছেন ওই দুই আইনজীবী। আইনজীবীদ্বয়ের আবেদন, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফা নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমা ২ থেকে আড়াই ঘন্টা এগিয়ে আনা হোক, যাতে সুস্থভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন মুসলিম ভোটাররা। সংশ্লিষ্ট এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চেয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =