নয়াদিল্লি: সঠিক সময়ে ঝড় ফনির গতিবিধি ধরতে পারায় কমানো গিয়েছে প্রাণহানির সংখ্যা। শুক্রবার ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার বেগে ওডিশা উপকূলে আছড়ে পড়ে ফনি। সেই ঝড়ে ক্ষয়ক্ষতি এড়ানো না গেলেও এড়ানো সম্ভব হয়েছে মৃত্যুর সংখ্যা। আর এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় আবহাওয়া দপ্তর ও ওডিশা সরকার।
সঠিক সময়ে সঠিক খবর পাওয়ায় উপযুক্ত পদক্ষেপ নিয়ে অনেকটাই সতর্কতা অবলম্বন করা সম্ভব হয়েছে। শনিবার ফনি নিয়ে আবহাওয়া দপ্তরের যথেষ্ট প্রশংসা করেছে রাষ্ট্রসঙ্ঘে। রাষ্ট্রসঙ্ঘ সেক্রেটারি জেনারেলের ডিজাস্টার রিস্ক রিডাকশনের প্রধান মামি মিজুতোরি বলেন, ‘ফনির গতিবিধির সুনির্দিষ্ট আগাম পূর্বাভাষ করায় প্রাণহানি কমানো গিয়েছে৷’