উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বড়সড় বদল, জানাল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বড়সড় বদল, জানাল সংসদ

hs exam

কলকাতা: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে নয়া পরীক্ষা পদ্ধতি৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে সবুজ সংকেত দিল বিকাশ ভবন৷ নয়া নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে দুটি সেমেস্টারে পরীক্ষা হবে। অর্থাৎ দু’বছরে মোট চারবার পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের৷ 

বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার পদ্ধতিতে বদলের কথা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণিতে এই পদ্ধতি চালু হয়ে যাবে৷ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে দ্বাদশ শ্রেণিতে। কীভাবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, নতুন সিলেবাসই বা কী হবে, সে সম্পর্ক শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *