বিজেপি আমাকে মেরে ফেলতে চাইছে: মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: ‘প্রাণঘাতী হামলা চালিয়ে আমাকে প্রাণে ফেলার মতো চক্রান্ত করা হচ্ছে।’ রবিবার বিজেপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লিতে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করার সময় আচমকাই জনৈক ব্যক্তি চড় মারে কেজরিওয়ালকে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সাংবাদিক বৈঠকে এমন অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের

বিজেপি আমাকে মেরে ফেলতে চাইছে: মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: ‘প্রাণঘাতী হামলা চালিয়ে আমাকে প্রাণে ফেলার মতো চক্রান্ত করা হচ্ছে।’ রবিবার বিজেপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লিতে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করার সময় আচমকাই জনৈক ব্যক্তি চড় মারে কেজরিওয়ালকে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সাংবাদিক বৈঠকে এমন অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালের অভিযোগ, আপের জনস্বার্থবাহী কাজকর্মের সঙ্গে টেক্কা দিতে না পেরেই তাঁকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। এরই পাশাপাশি গতকালের ঘটনার জেরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করেছে দিল্লির শাসক দল। যদিও আপের তোলা যাবতীয় অভিযোগ বিজেপি উড়িয়ে দিয়েছে। এবং এর পাল্টা হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের প্রায় দু’ডজন ‘মিথ্যে প্রতিশ্রুতি’র তালিকাও প্রকাশ করেছে গেরুয়া শিবির।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গত পাঁচ বছরে আমার উপর ৯ বার হামলা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে পাঁচবার। গত ৭০ বছরে ভারতের ইতিহাসে এভাবে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের নজির নেই। সারা দেশের মধ্যে দিল্লিই একমাত্র জায়গা, যেখানে মুখ্যমন্ত্রীর সুরক্ষার ভার থাকে বিরোধী রাজনৈতিক দলের হাতে। আর সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব থাকে ওই রাজ্যেরই পুলিশ-প্রশাসনের হাতে। ফলে গতকাল আমার উপর যে হামলা হয়েছে, তার পুরো দায় বিজেপির।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =