‘গণতন্ত্রের লুট বাংলায়’, বারাকপুরে পুনর্নির্বাচন!

নয়াদিল্লি ও বারারপুর: দফায় দফায় উত্তেজনা৷ বুথে বুথে তাণ্ডব৷ প্রার্থীকে ধরে মার৷ পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত বারাকপুর৷ তৃণমূলের বিরুদ্ধে বলগাহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাকপুরে পুনর্নির্বাচনের দাবি জানালেন প্রকাশ জাভড়েকর৷ সোমবার দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তোলেন, বারাকপুরে ভোট লুট হয়েছে৷ সকাল থেকেই তৃণমূল সেখানে তাণ্ডব চালাচ্ছে৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে

29ee21b1f3456ea16bde7f10b6c6c25f

‘গণতন্ত্রের লুট বাংলায়’, বারাকপুরে পুনর্নির্বাচন!

নয়াদিল্লি ও বারারপুর: দফায় দফায় উত্তেজনা৷ বুথে বুথে তাণ্ডব৷ প্রার্থীকে ধরে মার৷ পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত বারাকপুর৷ তৃণমূলের বিরুদ্ধে বলগাহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাকপুরে পুনর্নির্বাচনের দাবি জানালেন প্রকাশ জাভড়েকর৷ সোমবার দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তোলেন, বারাকপুরে ভোট লুট হয়েছে৷ সকাল থেকেই তৃণমূল সেখানে তাণ্ডব চালাচ্ছে৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে পুনর্নির্বাচনের দাবি জানাবেন৷

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘কোথায় প্রার্থীর মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না৷ কোথাও একে অন্যের ভোট দেওয়া হচ্ছে৷ ছাপ্পা চলছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় হারবে জেনে রিগিং করে ভোট করাচ্ছেন৷ গণতন্ত্রণ এখানে লুট করা হচ্ছে৷ তাই আমরা বারাকপুরে পুনর্নির্বাচনের দাবি তুলছি৷’’

অন্যদিকে, বেলা যত গড়াচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বারাকপুর লোকসভা কেন্দ্র৷ সকালে তৃণমূল কর্মীদের হাতে মার খাওয়ার পর দুপুরে বহিরাগতদের ধাওয়া করে এলাকা ছাড়া করালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে নারায়ণপুরে যেতেই বহিরাগতদের ধাওয়া করেন অর্জুন৷ ছুটে গিয়ে বহিরাগতদের এলাকা ছাড়া করান তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বিজেপি প্রার্থী৷ ভারী শরীর নিয়ে ছুটতে গিয়ে রাস্তার মাঝেই মুখথুবড়ে পড়েন তিনি৷ হাতে ও পায়ে বেশ জমখও হন তিনি৷

ভোট শুরু হতে না হতেই রণক্ষেত্রের চেহারা নেয় বারাকপুরের মোহনপুর৷ ভোটারদের বাঁধা দেওয়ার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় নেয় মোহনপুর৷ স্থানীয় তৃণমূল কর্মীদের তাণ্ডবে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের৷ পুলিশের সামনেই হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর৷ পুলিশ আধিকারিকদের সঙ্গে হাতাহাতি অর্জুনের৷ প্রার্থীর উপর হামলা চালানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ অর্জুনের৷ মোহনপুরের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের৷

এদিন মোহনপুরে বিজেপির এজেন্টকে বুথ থেকে বের দেওয়ার অভিযোগ ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং৷ অর্জুনকে দেখে মারমুখী হয়ে ওঠে তৃণমূল কর্মীরা৷ বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলকর্মীদের হাতাহাতি শুরু হয়৷ হাতাহাতির মধ্য পড়ে যান বিজেপি প্রার্থী৷ অভিযোগ তাঁকে ধরে মারধর করা হয়৷ ঘুষি মেরে অর্জুনের মুখ ফাটিয়ে দেওয়া হয়৷ এই ঘটনার প্রতিবাদ জানাতেই মোহনপুরে বুথের বাইরে পুলিশের সঙ্গে অর্জুন সিংয়ের ধস্তাধস্তি হয়৷ পরে সংবাদমাধ্যমে অর্জুন বলেন, ‘‘এলাকায় অশান্তি ছড়াচ্ছে তৃণমূল৷ আমাকে তৃণমূলের গুন্ডারা মেরে মুখ ফাটিয়ে দিয়েছে৷’’

এদিন সকালেই মোহনপুরে পৌঁছে গিয়েছিলেন অর্জুন সিংহ। অর্জুন সিংহ পৌঁছলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। তখনই মোহনপুরের ২৪১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে খবর পান অর্জুন সিংহ। পোলিং এজেন্টকে বাড়ি থেকে আনতে গেলে তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ ছিল। তৃণমূল কর্মী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অর্জুন সিংহ। ঠোঁট ফেটে যায় তাঁর। মোহনপুরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, দত্তপুকুরের কাশেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ নৈহাটির পাল্লাদায় সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ আরামবাগের বড় দঙ্গলের ২১৩, ২১৪ ও ২১৫ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ একাধিক বুথে এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের৷ ব্যারাকপুরে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *