প্রাক্তন বিচারপতির সব নির্দেশ খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে চাকরিচ্যুতরা, সওয়ালে কল্যাণ?

প্রাক্তন বিচারপতির সব নির্দেশ খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে চাকরিচ্যুতরা, সওয়ালে কল্যাণ?

কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পরই তাঁর রায়ের বিরুদ্ধে নতুন করে মামলা হল হাই কোর্টে৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজ করার আর্জি জানিয়ে আদালতে আবেদন জানালেন চাকরিহারাদের একাংশ৷

তাঁদের আর্জি, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করা হোক৷ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানিয়েছেন নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের একাংশ।  বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে৷ এই মামলায় সওয়াল করতে পারেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

গ্ৰুপ-ডি, গ্রুপ সি থেকে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির অবাধ নিয়োগ মামলায় একাধিক নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর মধ্যে চাকরি বরখাস্তের মতো নির্দেশও ছিল৷ সেগুলি খারিজের জন্যই এ বার সওয়াল করবেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তেমনটাই জানা যাচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 9 =