ছেলের পিঠে পড়ে বুথে গিয়ে ভোট দিলেন ১০৫-এর বৃদ্ধা

ঝাড়খণ্ড: দেশজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোটকেন্দ্রমুখী বহু মানুষ। মানুষকে ভোটকেন্দ্রমুখী করতে চেষ্টায় খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এই অবস্থাতেই অভিনব ছবি ধরা পড়ল ঝাড়খণ্ডের হাজারিবাগের ৪৫০ নম্বর বুথে। বয়স ১০৫ বছর। এই বয়সে নিজের দৈনন্দিন কাজ করাই চ্যালেঞ্জের হয়ে পড়ে। কিন্তু বয়স তাঁর ইচ্ছাশক্তির কাছে হার

3 stocks recomended

ঝাড়খণ্ড: দেশজুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোটকেন্দ্রমুখী বহু মানুষ।

মানুষকে ভোটকেন্দ্রমুখী করতে চেষ্টায় খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এই অবস্থাতেই অভিনব ছবি ধরা পড়ল ঝাড়খণ্ডের হাজারিবাগের ৪৫০ নম্বর বুথে। বয়স ১০৫ বছর। এই বয়সে নিজের দৈনন্দিন কাজ করাই চ্যালেঞ্জের হয়ে পড়ে। কিন্তু বয়স তাঁর ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে। তিনি মনে করেছিলেন গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়া তাঁর কর্তব্য।

শরীর সঙ্গ না দিলেও শুধুমাত্র মনের জোরে ছেলের কোলে করে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। নিঃসন্দেহে নজিরবিহীন এই ছবি। তবে এর আগেও এই ধরণের ছবির সাক্ষী থেকেছে দেশ। কখনও হাত না থাকা যুবক পা দিয়ে ভোট দিচ্ছেন, কখনও মুর্শিদাবাদের ১০২ বছর বয়সী মহিলা শ্রীমতি খোটার হুইল চেয়ারে করে গিয়ে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *