‘বালাকোটের সাফল্য কেন জাহির করছেন মোদি?’

পাঞ্জাব: বালাকোটে ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইককে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় এমনই অভিযোগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, ‘বালাকোটে বায়ুসেনার হামলার জন্য মোদি কৃতিত্ব নিতে চাইছেন। কিন্তু আসলে প্রধানমন্ত্রী কিছুই করেননি।’ অমরিন্দর জানান, ১৯৬৫, ১৯৭৫ বা কার্গিল যুদ্ধের সময়ে মোদি কোথায় ছিলেন? ১৯৭১ সালের

‘বালাকোটের সাফল্য কেন জাহির করছেন মোদি?’

পাঞ্জাব: বালাকোটে ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইককে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় এমনই অভিযোগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, ‘বালাকোটে বায়ুসেনার হামলার জন্য মোদি কৃতিত্ব নিতে চাইছেন। কিন্তু আসলে প্রধানমন্ত্রী কিছুই করেননি।’

অমরিন্দর জানান, ১৯৬৫, ১৯৭৫ বা কার্গিল যুদ্ধের সময়ে মোদি কোথায় ছিলেন? ১৯৭১ সালের যুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দু’টুকরো করলেও জয়ের পূর্ণ কৃতিত্ব দিয়েছিলেন ভারতীয় সেনা এবং ফিল্ড মার্শাল এসএইচএফজে মানেকশকে। ইন্দিরা গান্ধী যেভাবে ভারতীয় বাহিনীর উদ্দেশে এই জয়কে উৎসর্গ করেছিলেন, মোদিরও উচিত ছিল তা অনুসরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =