বিজেপির ত্রিপুরায় সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

নয়াদিল্লি: ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন। সেখানে ভোট হয়ে গিয়েছে ১১ এপ্রিল। প্রায় এক মাসের মাথায় নির্বাচন কমিশন জানাল ১২ মে ফের ভোট নেওয়া হবে সেখানকার ১৬৮ টি বুথে। প্রথম দফার ভোটের দিনই নির্বাচন হয়েছিল ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচন নিয়ে উঠেছিল বিস্তর অভিযোগ। প্রায় এক মাসের মাথায় সেই

বিজেপির ত্রিপুরায় সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

নয়াদিল্লি: ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন। সেখানে ভোট হয়ে গিয়েছে ১১ এপ্রিল। প্রায় এক মাসের মাথায় নির্বাচন কমিশন জানাল ১২ মে ফের ভোট নেওয়া হবে সেখানকার ১৬৮ টি বুথে। প্রথম দফার ভোটের দিনই নির্বাচন হয়েছিল ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচন নিয়ে উঠেছিল বিস্তর অভিযোগ। প্রায় এক মাসের মাথায় সেই কেন্দ্রের ১৬৮ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক, রিটার্নিং অফিসারদের রিপোর্ট এবং প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই ত্রিপুরার বিজেপি নেতৃত্ব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তের অপসারণের দাবিতে সরব। গত সপ্তাহে দলের সর্বভারতীয় নেত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল সেই দাবি নিয়ে দেখা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। তাঁদের অভিযোগ, তরণীকান্ত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পদে বসেও বিরোধীদের সঙ্গে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। যদিও, এপ্রিল ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে ভোটের পরই এই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছিল প্রধান বিরোধী দল সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি।

দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ১৮ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সেই ভোট পিছিয়ে গিয়ে হয় ২৩ এপ্রিল, তৃতীয় দফার ভোটের দিন। এই ক্ষেত্রেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। এবার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত তাদের নৈতিক জয় বলে মনে করছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =