নীরব রাহুল, নাছোড় মমতা! কেন পথে মমতা-রাহুল সমীকরণ?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র দুটি দফা বাকি৷ সকলেরই নজর এখন ২৩ তারিখের দিকে। কে কত আসন পায় তার উপর নির্ভর করছে বহু অঙ্ক৷ নতুন করে তৈরি হচ্ছে রাজনীতিক সমীকরণ৷ সেই সমীকরণে নয়া সংযোজন ঘটলানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু৷ সরকার গঠনের আগে সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে জোট জল বেশ খানিকটা

নীরব রাহুল, নাছোড় মমতা! কেন পথে মমতা-রাহুল সমীকরণ?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র দুটি দফা বাকি৷ সকলেরই নজর এখন ২৩ তারিখের দিকে। কে কত আসন পায় তার উপর নির্ভর করছে বহু অঙ্ক৷ নতুন করে তৈরি হচ্ছে রাজনীতিক সমীকরণ৷ সেই সমীকরণে নয়া সংযোজন ঘটলানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু৷ সরকার গঠনের আগে সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে জোট জল বেশ খানিকটা মেপে নিলেন নাইডু৷ আঞ্চলিক দলগুলিকে ফের একছাতার আনার কাজ শুরু করে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ তবে, ফলাফল ঘোষণা আগে বিরোধী শিবিরে প্রস্তুতি শুরু হয়ে গেলেও কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে বিন্দুমাত্র কুন্ঠা দেখালেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷

যখন বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রা টি কারবেন না খোদ রাহুল গান্ধী, ঠিক তখনই কংগ্রেসের বিরুদ্ধে সুর আরও চওড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, বুধবার নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘সিপিএম-কংগ্রসকে একটিও ভোট দেবেন না৷ সিপিএম-কংগ্রস-বিজেপি কোথায় কোথায় এক হয়ে কাজ করছে৷ আমি যদি সিপিএমকে ভোট দেন, তাহলে তা বিজেপিতে যাবে৷ আমি যদি কংগ্রসকে ভোট দেন, তাহলে তা বিজেপিতে যাবে৷  কংগ্রেস-সিপিএম বাংলায় জিততে পারবে না৷’’  কংগ্রেস প্রার্থীকে জেতাতে আরএসএসের যোগ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার দুপুরে নির্বাচনী প্রচারে এসে সংবাদমাধ্যমে রাহুল গান্ধী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার পূর্ণ আস্থা আছে৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি।’’ তবে, রাহুলের তরফে নমনীয়তা দেখানো হলেও ভাঙতে নারাজ নেত্রী৷

অন্যদিকে সরকার গঠনের বিষয়ে বিভিন্ন সম্ভবনা খতিয়ে দেখতে শুরু হয়েছে প্রস্তুতি৷ কোনও পক্ষ যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কী হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =