ভোটের ফল ঘোষণার দু’দিন আগেই মহাজোটের মহড়া বিরোধী শিবিরে

নয়াদিল্লি: ভোটের ফল ঘোষণার দু’দিন আগেই ২১ মে বিরোধীদলগুলির গুরুত্বপূর্ণ ‘মহাবৈঠক’ বসতে চলেছে দিল্লিতে। যাকে নির্বাচনের ফল-পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণে ‘হোমওয়ার্ক’ বৈঠক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বুধবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারমঞ্চে আসার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দু’জনেই ব্যস্ত কর্মসূচির মধ্যে সামান্য সময় কথাবার্তাও বলেন। তাতে মোটামুটিভাবে

b578024e017beb1ca57aae94c53b5823

ভোটের ফল ঘোষণার দু’দিন আগেই মহাজোটের মহড়া বিরোধী শিবিরে

নয়াদিল্লি: ভোটের ফল ঘোষণার দু’দিন আগেই ২১ মে বিরোধীদলগুলির গুরুত্বপূর্ণ ‘মহাবৈঠক’ বসতে চলেছে দিল্লিতে। যাকে নির্বাচনের ফল-পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণে ‘হোমওয়ার্ক’ বৈঠক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বুধবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারমঞ্চে আসার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

দু’জনেই ব্যস্ত কর্মসূচির মধ্যে সামান্য সময় কথাবার্তাও বলেন। তাতে মোটামুটিভাবে ঠিক হয়েছে আগামী ২১ মে বিরোধীদের জোট প্রক্রিয়াকে নতুন করে ঝালিয়ে নেওয়া হবে। সেই কারণেই ওইদিন দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ‘মহাবৈঠকে’ বসতে সম্মত হয়েছেন রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডু। এবং এটাই হবে নির্বাচন পরবর্তী বিরোধী জোটের প্রথম বৈঠক। তবে সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন কি না, তা ঠিক হবে বৃহস্পতিবার।

ওইদিনই তৃণমূল কংগ্রেসের হয়ে খড়গপুরে ভোটের প্রচার করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। চন্দ্রবাবুর সঙ্গে একই মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সভামঞ্চেই বিরোধীদের রণকৌশল নিয়ে একপ্রস্থ আলোচনা করবেন দুই শীর্ষ বিরোধী নেতা। সেই আলোচনার পরেই দিল্লিতে ২১ মে’র বৈঠকে হাজির থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *