বেহিসেবি মদ্যপানে বেড়েছে ভারত, বলছে সমীক্ষা

নয়াদিল্লি : যতই আধুনিক হচ্ছে সমাজ ততই রক্ষণশীলতার বর্ম ত্যাগ করে বেহিসেবি জীবনে অভ্যস্ত হয়ে উঠছে ভারতবাসী। এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বিগত সাত বছরে ভারতীয়দের মদ্যপান করার পরিমাণ বেড়েছে ৩৮ শতাংশ। বোঝাই যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি মদের নেশায় মেতেছে আম ভারতীয়। রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে যেখানে ভারতে মাথাপিছু ৪.৩

বেহিসেবি মদ্যপানে বেড়েছে ভারত, বলছে সমীক্ষা

নয়াদিল্লি : যতই আধুনিক হচ্ছে সমাজ ততই রক্ষণশীলতার বর্ম ত্যাগ করে বেহিসেবি জীবনে অভ্যস্ত হয়ে উঠছে ভারতবাসী। এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বিগত সাত বছরে ভারতীয়দের মদ্যপান করার পরিমাণ বেড়েছে ৩৮ শতাংশ। বোঝাই যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি মদের নেশায় মেতেছে আম ভারতীয়।

রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে যেখানে ভারতে মাথাপিছু ৪.৩ লিটার মদ্যপান চলত, সেখানে ২০১৭ সালেই এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫.৯ শতাংশ। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে ভারতের মতো চিনেও মদ্যপানের পরিমাণ অনেকটাই বেড়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, মদ্যপানের কুপ্রভাব নিয়ে সরকারের প্রচারের অভাবই এর জন্য দায়ী। পাশাপাশি বিভিন্ন মদ প্রস্তুতকারী সংস্থার চমকদার বিজ্ঞাপনী প্রচারে সাধারণ মানুষ মদের দিকে ঝুঁকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nine =