এবার পালকিতে চাপিয়ে ভোটারকে বুথে নিয়ে যাবে কমিশন

হিমাচল প্রদেশ: প্রায় প্রতিটি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন শারী দেবী। তাঁর বয়স এখন ১০৮ বছর। বর্তমানে হিমাচল প্রদেশের সবথেকে বয়স্ক ভোটার তিনি। কুলু জেলার বানজর মহকুমায় প্রত্যন্ত সাইনাজ ভ্যালিতে তাঁর ঘর। এবারও ভোট দেবেন শারী দেবী। তারজন্য বিশেষ আয়োজনও সেরে ফেলেছে নির্বাচন কমিশন। প্রায় ২২ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে শেরি বাড়ির কাছে বসানো

এবার পালকিতে চাপিয়ে ভোটারকে বুথে নিয়ে যাবে কমিশন

হিমাচল প্রদেশ: প্রায় প্রতিটি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন শারী দেবী। তাঁর বয়স এখন ১০৮ বছর। বর্তমানে হিমাচল প্রদেশের সবথেকে বয়স্ক ভোটার তিনি। কুলু জেলার বানজর মহকুমায় প্রত্যন্ত সাইনাজ ভ্যালিতে তাঁর ঘর। এবারও ভোট দেবেন শারী দেবী। তারজন্য বিশেষ আয়োজনও সেরে ফেলেছে নির্বাচন কমিশন।

প্রায় ২২ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে শেরি বাড়ির কাছে বসানো হয়েছে বুথ। সেইসঙ্গে তাঁকে ফুলের মালা দিয়েও সংবর্ধনা জানাবে কমিশন। পাশাপাশি বাড়ি থেকে তাঁর ভোটদান, গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার ডিকে রত্তন বলেন, শারী দেবীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ভোটদান কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রবীণতম ভোটারকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা করা হবে। বাড়ি থেকে বুথ পর্যন্ত পালকিতে করে নিয়ে যাওয়া হবে তাঁকে। এদিকে যে রাজনৈতিক দল তাঁর গ্রামে রাস্তা ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, ভোটটি তাঁকেই দেবেন বলে জানান শারী দেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =