প্রচারে বেরিয়ে মুখোমুখি প্রিয়াঙ্কা-মানেকা, কী করলেন কাকিমা-ভাইজি?

সুলতানপুর: প্রচার ঝড় তুলে দু’জনেই চলেছেন দু’জনের লক্ষ্যে৷ একজনের হাতে কংগ্রেসের গুরুদ্বাতীয়৷ অন্যজনের কাঁধে শাসক বিজেপির ঝাণ্ডা৷ মতাদর্শের বিরোধ থাকলেও দু’জনই একই পরিবারের সদস্য৷ দলের কারণে আগেই ভাগ হয়েছে পরিবার৷ দিন-রাত একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেও দু’জন দু’জনের মুখোমুখি হবেন, তা সম্ভবত প্রত্যাশা ছিল না৷ আর যখন এল, তখন প্রত্যাশিতভাবেই সম দূরত্ব বজায় রাখলেন কংগ্রেসের

প্রচারে বেরিয়ে মুখোমুখি প্রিয়াঙ্কা-মানেকা, কী করলেন কাকিমা-ভাইজি?

সুলতানপুর: প্রচার ঝড় তুলে দু’জনেই চলেছেন দু’জনের লক্ষ্যে৷ একজনের হাতে কংগ্রেসের গুরুদ্বাতীয়৷ অন্যজনের কাঁধে শাসক বিজেপির ঝাণ্ডা৷ মতাদর্শের বিরোধ থাকলেও দু’জনই একই পরিবারের সদস্য৷ দলের কারণে আগেই ভাগ হয়েছে পরিবার৷ দিন-রাত একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেও দু’জন দু’জনের মুখোমুখি হবেন, তা সম্ভবত প্রত্যাশা ছিল না৷ আর যখন এল, তখন প্রত্যাশিতভাবেই সম দূরত্ব বজায় রাখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও কাকিমা মানেকা গান্ধী৷

প্রচারে বেরিয়ে মুখোমুখি প্রিয়াঙ্কা-মানেকা, কী করলেন কাকিমা-ভাইজি?প্রচারে বেড়িয়ে কাকিমা-ভাইজির দেখা হলেও একজন মুখ ঘুরিয়ে থাকলেন৷ অন্যজন দেখেও না দেখার ভঙ্গি করে এগিয়ে গেলেন প্রচার যুদ্ধে৷ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সঞ্জয় সিনের হয়ে একটি রোড শো করছিলেন প্রিয়াঙ্কা। আর সেই সময় বিপরীত দিক থেকে আসা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মানেকা গান্ধীর কনভয় যানজটে আটকে যায়। সেই সময় মানেকা অন্যদিকে তাকিয়ে থাকেন। আর প্রিয়াঙ্কা হাত নাড়েন। দর্শকরা বলছেন, ভিড়কে উদ্দেশ্য করেই হাত নাড়ান প্রিয়াঙ্কা। যদিও কংগ্রেসের দাবি, কাকিমার দিকেই হাত নাড়ান প্রিয়ঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =