‘২০১৪ সালের থেকেও বেশি আসন পাবে বিজেপি’

বারাণসী: ২০১৪-র লোকসভা নির্বাচনের তুলনায় এবার আরও বেশি আসন পাবে বিজেপি। শুক্রবার এমনটাই দাবি করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর মতে, দেশের পূর্বদিকের ও উপকূলবর্তী রাজ্যগুলিতে এবার ভালো ফল করবে দল। বিগত সাধারণ নির্বাচনে ২৮২টি আসন পেয়েছিল বিজেপি। এবার আরও ৫৫টি নতুন আসনে জয় পেতে চলেছে তারা। গতবার প্রবল মোদি ঝড়ের মধ্যেও দেশজুড়ে ১২০টি

626e3b2ffcb7ab96c404a53548029e3d

‘২০১৪ সালের থেকেও বেশি আসন পাবে বিজেপি’

বারাণসী: ২০১৪-র লোকসভা নির্বাচনের তুলনায় এবার আরও বেশি আসন পাবে বিজেপি। শুক্রবার এমনটাই দাবি করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর মতে, দেশের পূর্বদিকের ও উপকূলবর্তী রাজ্যগুলিতে এবার ভালো ফল করবে দল। বিগত সাধারণ নির্বাচনে ২৮২টি আসন পেয়েছিল বিজেপি।

এবার আরও ৫৫টি নতুন আসনে জয় পেতে চলেছে তারা। গতবার প্রবল মোদি ঝড়ের মধ্যেও দেশজুড়ে ১২০টি আসনে হার স্বীকার করতে হয়েছিল গেরুয়া শিবিরকে। এগুলির মধ্যে অন্তত ৫৫টি আসনে জয় পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শাহ। এদিকে, অনেকদিন ধরেই বাড়তি আসনের জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে টার্গেট করেছে গেরুয়া শিবির। সেই রেশ ধরে এদিন শাহ জানান, বাংলায় তাঁরা ২৩টির বেশি আসন পাবেন। পাশাপাশি ওড়িশাতেও আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩-১৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *