ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি! পর্দাফাঁস নয়া কেলেঙ্কারির

নয়াদিল্লি: ছবিতে কারসাজি করাটা শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে গেরুয়া বাহিনী৷ ভুয়ো খবর ছড়ানোতেও সিদ্ধহস্ত৷ কখনও প্রধানমন্ত্রীর ছবিতে ফটোশপের কেরামতি, কখনও আবার বিরোধী নেতা-নেত্রীদের ছবি বিকৃত করে বারংবার সংবাদ শিরোনামে এসেছে গেরুয়া শিবির৷ এবার ষষ্ঠ দফার নির্বাচনেও কারসাজি করতে গিয়ে ধরা পড়েই গেলে আইটি সেলের জারিজুরি৷ সম্প্রতি, রাহুল গান্ধীর সঙ্গে ইমরান খানের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷

5155a5574516045acbbe92648c82078a

ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি! পর্দাফাঁস নয়া কেলেঙ্কারির

নয়াদিল্লি: ছবিতে কারসাজি করাটা শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে গেরুয়া বাহিনী৷ ভুয়ো খবর ছড়ানোতেও সিদ্ধহস্ত৷ কখনও প্রধানমন্ত্রীর ছবিতে ফটোশপের কেরামতি, কখনও আবার বিরোধী নেতা-নেত্রীদের ছবি বিকৃত করে বারংবার সংবাদ শিরোনামে এসেছে গেরুয়া শিবির৷ এবার ষষ্ঠ দফার নির্বাচনেও কারসাজি করতে গিয়ে ধরা পড়েই গেলে আইটি সেলের জারিজুরি৷

সম্প্রতি, রাহুল গান্ধীর সঙ্গে ইমরান খানের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে বসে বিরিয়ানি খাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ সোশ্যাল মিডিয়ায় এহেন ছবি দেখে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ কিন্তু প্রশ্ন হল, আদৌ কি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে খাওয়ার টেবিলে বসে বিরিয়ানি খেয়েছিলেন কংগ্রেস সভাপতি৷

ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি! পর্দাফাঁস নয়া কেলেঙ্কারিরভাইরাল ছবি যাচাই করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ আদতে ছবিটি সম্পূর্ণ বিকৃত করা৷ ফটোশপ করে ইমরানের পাশে বসানো হয়েছে রাহুলকে৷ কিন্তু, ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, গত ২ মে ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়৷ হিন্দিতে ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মিয়া ইমরানের পাশে বসে বিরিয়ানি খাচ্ছে কে? এখন লোকেই বিচার করবে। এই হল পাপ্পুর হাল।’’

ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি! পর্দাফাঁস নয়া কেলেঙ্কারিরএই ছবি দেখে তদন্তে নামে সংবাদ সংস্থা এএফপি৷ তদন্তমূলক প্রতিবেদন পেশ করে এএফপির তরফে জানানো হয়, আসল ছবিটি ২০১৫ সালের ৫ জুলাই পোস্ট করা হয়েছিল। ছবিতে ছিল ইমরান তাঁর স্ত্রী রেহামের পাশে বসে খাচ্ছেন৷

ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি! পর্দাফাঁস নয়া কেলেঙ্কারিররাহুলের ছবিও ২০১৭ সালের ১৭ আগস্টের। তিনি বেঙ্গালুরুর একটি ক্যান্টিন উদ্বোধনে অন্যান্যদের সঙ্গে খাচ্ছেন৷ ছবিটি হিন্দু কাগজে ছাপা হয়েছিল। এই দুটি ছবি মিলিয়ে ইমরানের সঙ্গে রাহুলকে পাশাপাশি বসিয়ে নতুন ছবি তৈরি করা হয়েছে৷ সংবাদ সংস্থার দাবি, ভোটের বাজারে বিতর্ক ছড়াতে বিজেপির আইটি সেলের তরফে এমন কাণ্ড ঘটানো হয়েছে৷ তবে, সংবাদ সংস্থার তোলা অভিযোগ খারিজ বিজেপির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *