বিপ্লবের জন্ম দিয়ে মা হলেন শর্মিলা চানু

নয়াদিল্লি: মা হলেন মণিপুরের লৌহমানবী ইরম চানু শর্মিলা৷ রবিবার বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে দু’টি কন্যা সন্তানের জন্ম দিলেন শর্মিলা৷ সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন৷ মেয়েদের নামও ঠিক করে ফেলেছেন শর্মিলা ও ব্রিটিশ স্বামী ডেসমন্ড কুটিনহো৷ বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে দু’জনের নাম রাখা হয়েছে নিক্স সখি ও অটাম তারা৷ উত্তরপূর্ব ভারত থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা

a499fc03af230c877d919713e03dbf8d

বিপ্লবের জন্ম দিয়ে মা হলেন শর্মিলা চানু

নয়াদিল্লি: মা হলেন মণিপুরের লৌহমানবী ইরম চানু শর্মিলা৷ রবিবার বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে দু’টি কন্যা সন্তানের জন্ম দিলেন শর্মিলা৷ সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন৷ মেয়েদের নামও ঠিক করে ফেলেছেন শর্মিলা ও ব্রিটিশ স্বামী ডেসমন্ড কুটিনহো৷ বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে দু’জনের নাম রাখা হয়েছে নিক্স সখি ও অটাম তারা৷

উত্তরপূর্ব ভারত থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আফম্পা প্রত্যাহার, নাগরিকদের সুরক্ষিত জীবন নিয়ে ইরম শর্মিলা চানুর দীর্ঘ সংগ্রাম চালান৷ ২০০০ থেকে ২০১৬ সাল, টানা ১৬ বছর ধরে তাঁর অনশন তাঁকে জনসাধারাণের কাছে দেবীতে উত্তীর্ণ করেছিল৷ কিন্তু, প্রমিকের আবেদনে সারা দিয়ে ২০১৬ সালের ৯ অগস্ট ১৬ বছরের অনশন সরকারিভাবে ভেঙে ফেলেছিলেন শর্মিলা৷  যোগ দেন রাজনীতিতেও৷ নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি৷ ২০১৭ সালে নতুন সংসার পাতেন৷ এবার ফুটফুটে দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে পুরোদস্তুর সংসারী হলেন চানু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *